আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুন || রাজ্য বিদ্যুতের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ছাপিয়ে গিছে সর্বকালীন রেকর্ড। এতদিন পর্যন্ত দুর্গা পূজোর সময় একদিনে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা থাকতো প্রায় ৩৩২ মেগাওয়াট। তবে এবার দুর্গা পূজোর আগেই গ্রীস্মের দাবদাহে রাজ্যে বিদ্যুতের চাহিদা ছাপিয়ে গেছে ৩৫৭ মেগাওয়াটে। বুধবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে করে একথা জানান রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।
এদিন মন্ত্রী বলেন, গ্রীস্মের দাবদাহে রাজ্যে বিদ্যুতের অত্যাধিক ব্যবহারের ফলে চাপ বাড়ছে ট্রান্সফর্মারের উপর। ফলে ট্রান্সফর্মার কিংবা তার পুড়ে গিয়ে বিভিন্ন এলাকা অন্ধকারে ডুবে যাচ্ছে। তিনি বলেন, বর্তমানে রাজ্যে এক মিনিটের জন্যও লোডশেডিং নেই। কিন্তু যন্ত্রাংশ বিকল হয়ে এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলে এক্ষেত্রে নিগমের কিছুই করার থাকেনা। তারপরেও শুধুমাত্র আগরতলায় শহরেই ত্রুটি সারাইয়ের জন্য ১৫ টি গাড়ি দিন রাত ২৪ ঘন্টার জন্য তৈরি করে রাখা হয়েছে। প্রতিটি গাড়ির জন্য তিনজন করে অভিজ্ঞ কর্মীও রাখা আছে। রাজ্যে লোডশেডিং মুক্ত রাজ্য গড়তে বিদ্যুৎ নিগমকে সহযোগিতা করার জন্য ভোক্তাদের কাছে অনুরোধ জানিয়েছেন মন্ত্রী রতন লাল নাথ।