দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৮ মার্চ ।। জীবন যুদ্ধের দিনলিপিতে অসুরনাশিনী দেবী দূর্গার আগমন অজান্তেই নিয়ে আসে ক্ষনিকের আনন্দ পরশ। আজ মহানবমী, মর্ত্যে মায়ের আগমনে যে আনন্দ উচ্ছাসের বন্যা পরিলক্ষিত হয়েছে, মহানবমীতে উচ্ছাসের মধ্যেই বিদায়ের বিষাদ ধ্বনির সুর। মায়ের আগমনে আনন্দের ছবিতে মা চলে যাচ্ছেন ভাবতেই হৃদয়ের উচ্ছলতা অন্যরুপ দিচ্ছে। বসন্তের চিন্ময়ী মায়ের আশীর্বাদে সবদিকেই চিদানন্দের আনন্দ মুখর পরিবেশে তিথি নক্ষত্র মতে মহানবমীতে হয়েছে দশভূজার পূজার্চনা – ঢাকের শব্দে পুরোহিতের মন্ত্রোচ্চারনে।