আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুন || আগামী ৭ই জুলাই থেকে ত্রিপুরা এয়োদশ বিধানসভার পূর্নাঙ্গ বাজেট অধিবেশন শুরু হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভায় নেওয়া এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, রাজস্ব বিভাগের অধীনে ১৪৬টি পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে এসিস্ট্যান্ট সার্ভেয়ার অফিসার পদে ৬ জন, কানুনগো পদে ১০জন, আমিন পদে ১২৫ জন এবং সার্ভেয়ার পদে ৫ জন নিয়োগ করা হবে। এদিন তিনি বলেন, এসিস্ট্যান্ট সার্ভেয়ার অফিসার এবং কানুনগো পদে টিপিএসসি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। আমিন এবং সার্ভেয়ার পদে রাজস্ব দপ্তরের অধীনে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।