দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৮ মার্চ ।। দেশের মানুষকে স্বপ্ন দেখিয়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় বসে দেশের সর্বনাশ করছেন বলে প্রতিনিয়ত অভিযোগ করে চলেছে CPI(M) । সেই সূত্র ধরে ২৮শে মার্চ বেকার বিরোধী দিবসে CITU- র গলাতেও শোনা গেছে সেই একই সুর। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সামনে CITU- র নেতৃত্বে বেকার বিরোধী দিবস উদযাপনে উপস্থিত ছিলেন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, । CITU- র নেতৃত্বে বেকার বিরোধী দিবসে অংশ নিয়েছে বাম ছাত্র যুব সংগঠন গুলো। অনুষ্ঠানে ভাষন দিতে গিয়ে বক্তারা কেন্দ্রীয় সরকারের কর্মসংকোচন নীতির ফলে দেশ জুড়ে বেকারদের দূরবস্থার জন্য কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন।