আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জুন || বামফ্রন্টের ছাত্র সংগঠন টি এস ইউ’র পক্ষ থেকে চার দফা দাবিকে সামনে রেখে শুক্রবার আগরতলা উপজাতি কল্যাণ দপ্তরের ডেপুটেশন প্রদান করা হয়। এদিন এই দাবি সনদ প্রদান করে সাংবাদিকদের সাথে কথা বলেন টি এস ইউ’র নেতা সুচিত ত্রিপুরা।