গোপন সংবাদের ভিত্তিতে ভুট্টা বুঝায় গাড়িতে অভিযান চালিয়ে তিন কোটি টাকার কফ সিরাপ উদ্ধার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জুন || রাজধানীর এয়ারপোর্ট থানা এলাকায় বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভুট্টা বুঝায় গাড়িতে অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকার এস কফ সিরাপ উদ্ধার করে এয়ারপোর্ট থানার পুলিশ। এই অভিযানে বিএসএফ এবং পুলিশের যৌথভাবে ছিলেন বলে জানিয়েছেন এসডিপিও পারমিতা পান্ডে। জানা যায়, ভুট্টা বোঝাই করা গাড়িতে তল্লাশি চালিয়ে ৮৪,৮০০ বোতল এসকফ উদ্ধার করেছে পুলিশ। কিন্তু গাড়ির চালককে আটক করতে পারে নি পুলিশ। এদিন মহকুমা পুলিশ আধিকারিক পারমিতা পান্ডে জানান, বাজেয়াপ্ত নেশা সামগ্রীর বাজারমূল্য আনুমানিক তিন কোটি টাকা হবে। তিনি বলেন, গোপন সুত্রে এয়ারপোর্ট থানায় খবর আসে উষাবাজার সংলগ্ন ছিনাইহানি এলাকায় রাস্তার পাশে ডাব্লিউ বি ৬১ বি ১৯১৭ নম্বরের গাড়িতে তল্লাশি চালালে দেখা যায় কিছু ভুট্টার বস্তা পড়ে রয়েছে। সেই ভুট্টার বস্তার নিচে থেকে ৮৪,৮০০ বোতল এসকফ উদ্ধার করতে সক্ষম হয়েছে আরক্ষা বাহিনী। এই ঘটনায় পুলিশ এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*