এস সি মোর্চার পদাধিকারী বৈঠক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জুন || শুক্রবার রাজধানীর ঊষা বাজারস্থিত একটি বেসরকারি হোটেলে বিজেপি এস সি মোর্চার উদ্যোগে এক পদাধিকারী বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রাক্তন বিধায়ক ডাঃ দিলীপ দাস প্রমুখ।
এদিন বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, ত্রিপুরার দুটি লোকসভা আসনে জয় লাভ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করছে বিজেপির কার্যকতারা। তিনি বলেন, আমাদের মূল সংগঠন হল ভারতীয় জনতা পাটি। এই পার্টির ৭টি মোর্চার কার্যকারিণী বৈঠক চলছে। এবারের কার্যকারিণী বৈঠকের বিশেষ তাৎপর্য রয়েছে। আগামী ৩০শে মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৯ বছর কার্যকাল সম্পন্ন হবে। এর লক্ষ্যে আগামী একমাস ব্যাপী ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি সরকার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*