ড্রেনের মধ্য থেকে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ জুন || রাজধানীর পশ্চিম প্রতাপগর ঠাকুর পল্লী এলাকায় ড্রেনের মধ্য থেকে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার হয়। জানা যায়, মৃতের নাম অজিত দাস। সে প্রতাপগর এলাকায় ভাড়া থাকতেন। বয়স আনুমানিক ৪৫ বছর। জানা যায়, শনিবার সকালে স্থানীয় মানুষ মৃতদেহ দেখতে পেয়ে সাথে সাথে এ ডি নগর থানায় খবর দেয়। প্রাথমিক ধারণা, অতিরিক্ত মদ্যপানের ফলে মৃত্যু হয়েছে ওই যুবকের। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
এদিন মৃত ব্যাক্তির মা জানিয়েছেন, পশ্চিম প্রতাপগড় ঠাকুরপল্লী রোড এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন অজিত দাস। সেই পাড়াতেই অন্য একটি বাড়িতে ভাড়া থাকতেন তাঁর মা। অজিত দাস পেশায় গাড়ি চালক ছিলেন। প্রতিদিন সকালে তাঁর মা ভাড়া বাড়িতে তাঁকে খাবার দিতে আসতেন। আজ সকালে তাঁকে খাবার দিতে গিয়ে ঘরে ছেলেকে দেখতে পাননি তিনি। পর্রবতী সময়ে স্থানীয় মানুষের কাছ থেকে ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*