বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১২ জুন || লক্ষীছড়া বাজারে রাতের আধারে চুরি সংগঠিত করলো নিশিকুটম্বের দল। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার রাত আনুমানিক ১টা নাগাদ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত লক্ষীছড়া বাজারে বিকাশ বৈদ্যের মুদির দোকানে চুরি সংগঠিত করলো নিশিকুটম্বের দল। সোমবার সকালবেলায় দোকানে এসে চুরির বিষয়টি নজরে আসে দোকানের মালিকের। দোকানের শিলিং কেটে এই চুরি সংঘটিত করা হয়। এই চুরিকান্ডে নগদ আনুমানিক ৪ হাজার টাকা সহ দোকানের বিভিন্ন সামগ্রী মিলে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকার সামগ্রী চুরি হয়ছে বলে জানা যায়। এই চুরিকান্ড সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান দোকানের মালিক বিকাশ বৈদ্য। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বাইখোড়া থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ও হাতে একটি মামলানিয়ে ঘটনার তদন্তে নেমেছেন। চোরকে আটক করে উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য দোকানের মালিক বিশেষভাবে আবেদন জানান।