আন্তর্জাতিক ডেস্ক ।। গত শনিবার নাইজেরিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু কারিগরি ক্রুটি ও সহিংসতার কারণে দেশটির কয়েকটি অঞ্চলে ভোটগ্রহণের কাজ বন্ধ থাকে। তাই যেসব স্থানে শনিবার ভোটগ্রহণ সম্ভব হয়নি সেসব অঞ্চলে ভোটগ্রহণের সময়সীমা রবিবার পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
বিবিসি অনলাইন এ খবর নিশ্চিত করেছে।
খবরে বলা হয়, কারিগরি সমস্যার কারণে দেশটির কয়েকটি স্থানে ভোটার রেজিস্ট্রেসন করতে দেরি হয়। নির্বাচনে ভোটগ্রহণকালে সৃষ্ট সহিংসতায় ২০ জনেরও বেশি লোক নিহত হয়। পৃথক কয়েকটি হামলায় ওই নিহতের ঘটনা ঘটে। তাই সহিংসতার কারণেও কয়েকটি স্থানে ভোটগ্রহণের কাজ বন্ধ থাকে।
এদিকে নির্বাচনে এসব সমস্যা সত্ত্বেও ভোট গ্রহণের হারে সন্তোষ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। পর্যবেক্ষকরা বলছেন, তা সত্ত্বেও নির্বাচন অনেকটাই সফল হয়েছে বলে তারা মনে করেন।
দেশটির বর্তমান প্রেসিডেন্ট গুডলাক জোনাথনের প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সামরিক শাসক মুহাম্মাদু বুহারি। দেশটির স্বাধীনতার পর এই প্রথম দুই প্রার্থীর মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে এই নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু বোকো হারামের দখল থেকে উত্তরাঞ্চল পুনরুদ্ধার করতে নির্বাচনের সময়সীমা পিছিয়ে দেয়া হয়।