নিপুন সম্পর্কিত সচেতনতামূলক র‍্যালীর সূচনা করলেন মেয়র

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জুন || জনভাগিদারী কর্মসূচি অঙ্গ হিসেবে সোমবার পশ্চিম ত্রিপুরা শিক্ষা দপ্তর উদ্যোগে NIPUN (নিপুন) সম্পর্কিত সচেতনতামূলক র‍্যালীর আয়োজন করা হয়। এদিন এই সুসজ্জিত শোভাযাত্রার সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন রাজধানীর উমাকান্ত একাডেমি ময়দান থেকে র‍্যালীটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এসিন মেয়র বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাথে র‍্যালীতে অংশগ্রহণ করেন।
ত্রিপুরা রাজ্যও ভারত সরকারের নিপুন ভারত মিশন এর অন্তর্গত। রাজ্য সরকার একটি অভিনব প্রয়াস এ মিশনের লক্ষ্য হলো, ২০২৬ থেকে ২০২৭ শিক্ষাবর্ষের মধ্যে, তৃতীয় শ্রেণীর শেষে সব শিশুকে ভাষাগত ও গণিতিক ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা করানো।
এই নিপুন মিশনের বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের সাথে ত্রিপুরাতেও যথাযোগ্য ভাবে গ্রহণ করা হয়েছে। যেমন প্রতিটি বিদ্যালয়ের নিপুণ কন্যার তৈরি, বিদ্যাসেতু মিডিউশ তৈরি, ক্রীড়া মূলক শিক্ষার উপর জোর দেওয়া ইত্যাদি।
আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং দিশা নির্দেশনাতেই G20 সামিট এবার ভারতবর্ষের আয়োজিত হয়েছে। সর্বশেষ G20 আয়োজিত হয়েছে মহারাষ্ট্র পুনে শহরে। আগামী ১৭ই জুন থেকে ২২শে জুন পর্যন্ত ত্রিপুরা থেকেও বুনিয়াদি শিক্ষা দপ্তরের একটি টিম এই সামিটে অংশগ্রহণ করবে বলে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*