বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৪ জুন || দুষ্কৃতিকারীদের দ্বারা অগ্নিসংযোগে পুরে ছাই হয়ে গেলো একটি গাড়ি। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার গভীর রাতে বগাফা স্কুল সংলগ্ন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মারুতি অল্টো কে টেন মডেলর গাড়ীর মধ্যে অগ্নি সংযোগ ঘটায় দুষ্কৃতিকারীরা। জানা যায়, সিধাই মোহনপুরের বাসিন্দা বুদ্ধরায় দেবর্বমা এই গাড়ী করে বগাফা স্কুল সংলগ্ন এলাকায় মেয়ের ভাড়া বাড়ীতে আসেন। উনার মেয়ে বগাফা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা। মেয়ের বাড়ীতে বেরাতে এসে বাড়ীর পাশে রাস্তার মধ্যে গাড়ী রেখেছিলেন। কিন্তু রাতের আধারে কে বা কাহারা এই গাড়ীর মধ্যে অগ্নিসংযোগ ঘটায়। এতে করে গাড়ীটি পুরে ছাই হয়ে যায়। ঘটনার পরবর্তীসময় ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিরবাজার থানার পুলিশ। অগ্নি কান্ডে পুরে যাওয়া গাড়ীটির নম্বর হলো TR 01 AW 0673। গাড়ীর মালিকের পক্ষ থেকে অগ্নিসংযোগকারীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য শান্তিরবাজার থানায় এক লিখিত মামলা দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমেছে শান্তিরবাজার থানার পুলিশ।