স্পোর্টস ডেস্ক ।। ফাইনালে কিউইদের গুঁড়িয়ে দিয়ে আগামী ৪ বছরের ‘রাজা’ বনে গেল অস্ট্রেলিয়া। এ যেনো সত্যিই যাদুকরের যাদু। ৭ উইকেটের বিশাল জয় তুলে নিলো অজিরা। এতে করে বিশ্বের প্রথম দল হিসেবে পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তোলার অনন্য কীর্তি গড়লো ওয়াহ-পন্টিংরা।
১৮৪ রানের ছোট্ট টার্গেট তাড়া করতে নেমে ২য় ওভারেই ফিঞ্চকে হারিয়েও বিন্দুমাত্র বিচলিত হননি অজি ওপেনার ওয়ার্নার। বরং দ্বিগুণ তোড়ে ব্যাট নাড়িয়ে শাসন করতে থাকেন কিউই পেসারদের।
দ্বাদশ ওভারে ফিরে গেলেও বিশ্বকাপে অজিদের ভরসার অপর নাম হয়ে উঠা স্টিভ স্মিথ ও বিদায়ী অধিনায়ক ক্লার্কের দায়িত্বপূর্ণ ব্যাটিংয়ে মাত্র ৩৩.১ ওভারেই অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছে অস্ট্রেলিয়া।
অবশ্য শেষের দিকে হেনরির বলে বোল্ড হয়ে ফিরে যান মাইকেল ক্লার্ক। জীবনের শেষ ওডিআই’তে ৭২ বলে ৭৪ রান করেন তিনি।
ম্যান অব দ্যা ফাইনাল হয়েছেন জেমস ফকনার এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট মিচেল স্টার্ক।