আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন || বুধবার যথাযথ মর্যাদার সাথে মহান বিপ্লবী, কিউবা বিপ্লবের অন্যতম মহানায়ক চে গুয়েভারার ৯৬’তম জন্মদিবস পালন করা হয় সিপিআই রাজ্য দপ্তর জুনু দাস ভবনে। এদিন চে গুয়েভারার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিপিআই রাজ্য সম্পাদক ডাঃযুধিষ্টির দাস, সিপিআই রাজ্য সহ-সম্পাদক মিলন বৈদ্য, সিপিআই নেত্রী তুলসী দাস কপালি, জয়া বিশ্বাস, সিপিআই নেতা বিভাস ভট্টাচাৰ্য, সুব্রত দেবনাথ, AIYF নেতা বিক্রমজিৎ সেনগুপ্ত, রাকেশ দাস, AISF নেতা সায়ন পাল, NFIW নেত্রী উর্মি বোস, প্রাণবতী দাস সহ অন্যান্যরা।