বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৪ জুন || সংগঠনকে শক্তিশালী করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপি। মন্ডল সভাপতি অজয় রিয়াং এর নেতৃত্বে মঙ্গলবার ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপি’র যুব মোর্চার উদ্দ্যোগে জোলাইবাড়ী বিজেপি’র কার্যালয়ে এক সাংগঠনিক আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার এই সাংগঠনিক আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিজেপি’র রাজ্য যুব মোর্চার জেনারেল সেক্রেটারি বিপিন দেবর্বমা, যুব মোর্চার দক্ষিণ জেলার সভাপতি বিপুল ভৌমিক, ৩৮-জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতি অজয় রিয়াং, এম ডি সি সঞ্জীব রিয়াং সহ অন্যান্যরা।
এই সাংগঠনিক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংগঠনিক বিভিন্ন দিকগুলোর পাশাপাশি রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর কথা সকলের সামনে তুলে ধরা হয়। এই আলোচনা সভার মাধ্যমে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গিকারবদ্ধ হন।