বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৪ জুন || বুধবার উত্তর হিচাছড়া এডিসি ভিলেজের উত্তর হিচাছড়া এস বি স্কুলে সারপ্রাইজ ভিজিট করেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের জনপ্রীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। তিনি এই পরিদর্শনে বিদ্যালয়ের পাঠরত ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলেন। তার পাশাপাশি তিনি বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানতে পারেন গ্রীষ্মকালীন ছুটি চলাকালিন সময়ে অষ্টম শ্রেনীতে পাঠরত দুইজন ছাত্রীর বিয়ে হয়ে গেছে। এইকথা জানার পর মন্ত্রী বাল্য বিবাহের বিরোধিতা করে আইনগতভাবে তদন্তের নির্দেশ দেন। মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া সমস্ত জায়গায় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাল্য বিবাহের বিরোধীতা করেন এবং সমাজের সকল লোকজনদের বাল্য বিবাহ প্রতিরোধে এগিয়ে আসার জন্য বিশেষ আহব্বান জানান।
এদিন এইভাবে বাল্য বিবাহের কথা জানতে পেরে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া মর্মাহত হয়ে পরেন। তিনি এই বাল্য বিবাহের বিরোধীতা করে আইনি তদন্তের নির্দেশ দেন এবং সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বাল্য বিবাহ প্রতিরোধে এগিয়ে আসার বিশেষ আহব্বান জানান মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া।