বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৫ জুন || সংগঠনকে শক্তিশালী করে গড়ে তুলতে ও আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে মন্ডল সভাপতি অজয় রিয়াং। মন্ডল সভাপতি অজয় রিয়াং এর নেতৃত্বে বুধবার আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের মুহুরীপুর আর এফ এলাকায় অনুষ্ঠিত হয় লাভার্থী সন্মেলন। এদিনের এই সন্মেলনে উপস্থিত ছিলেন জোইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের মুক্তির কান্ডারী মন্ডল সভাপতি অজয় রিয়াং, যুবমোর্চার প্রদেশ কমিটির জেনারেল সেক্রেটারী বিপিন দেবর্বমা, যুব মোর্চার পিলাক জেলার সম্পাদক সুদীপ গোপ সহ অন্যান্যরা। এদিনের এই আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া সহ অন্যান্য বক্তারা রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর কথা জনসন্মুখে তুলে ধরেন। বিজেপি’র উদ্দ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যাপকহারে এলাকার লোকজনেরা অংশগ্রহণ করে।