রাস্তা তৈরীর অসমাপ্ত কাজ পরিদর্শন করে দ্রুত কাজ শেষ করার নির্দেশ মন্ত্রীর

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৫ জুন || জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া দিবারাত্র জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এরইমধ্যে মন্ত্রীকে বদনাম করার জন্য বিরোধীদের সুযোগ করে দিতে কাজ করে যাচ্ছে কিছু সংখ্যক অসাধু লোক। নিম্নমানের কাজের মাধ্যমে মন্ত্রীকে বদনাম করার সরযন্ত্র করে যাচ্ছে কিছু অসাধু লোকজন। জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের উত্তর জোলাইবাড়ী এলাকায় রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচীর মাধ্যমে এলাকার লোকজনদের যাতায়তের সুবিধার্থে পেভার ব্লকের রাস্তা নির্মানের জন্য অর্থ বরাদ্ধ করা হয়। কিন্তু দেখা যায় কোনো এক অজ্ঞাত কারনে রাস্তার কিছু অংশ কাজ করে বাকি কাজ করা হয়নি। অপরদিকে যেটুকু কাজ করা হয়েছে তা সম্পূর্ন নিম্নমানের। রাস্তার অধিকাংশ জায়গা ভেঙ্গে যায়।
বুধবার উত্তর জোলাইবাড়ী এলাকা পরিদর্শনে বের হয়ে এই বিষয়টি মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার নজরে আসে। মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া বিষয়টি জানতে পেরে জোলাইবাড়ী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে রাস্তাটি পরিদর্শন করেন। এই পরিদর্শনকালে কাজের দায়িত্বে থাকা আই ও আগামী ২০ দিনের মধ্যে রাস্তার কাজ সমাপ্তি করার আশ্বাস প্রদান করেন। তিনি জানান, কাজের গুনগত মান বজায় রেখে কাজটি সম্পূর্ন করা হবে। মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া জানান, তিনি কোনো প্রকারের অন্যায়কে পশ্রয় দেবেন না। মন্ত্রীর হস্তক্ষেপে আগামী ২০ দিনের মধ্যে রাস্তা নির্মানের আশ্বাস পেয়ে এলাকাবাসী খুবই আনন্দিত। সকলে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়াকে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করায় সাধুবাদ জানিয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*