আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন || বৃহস্পতিবার মহারাজা বীর বিক্রম মেমোরিয়াল মহাবিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন এই পরিদর্শনকালে উনার সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা, আগরতলা পুরো নিগমের কর্পোরেটর সুখময় সেন সহ কলেজের বিভিন্ন অধিকর্তা।