স্পোর্টস ডেস্ক ।। প্রয়াত “ছোট ভাই” ফিল হিউজের স্মৃতির উদ্দেশ্যে বিশ্বকাপ জয়কে উত্সর্গ করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। রবিবার এমসিজিতে তাসমানিয়ান ফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে পঞ্চমবার বিশ্বকাপ জেতে অজি-বাহিনী।
এদিন কাপ জয়ের পর সাংবাদিক সম্মেলনে ক্লার্ক বলেন, ‘গত ক’মাস আমাদের দলের পক্ষে খুবই কঠিন সময় গিয়েছে। যদিও আমাদের দলে ১৫ জন সদস্য ছিল, আমরা ১৬ জন নিয়ে এই বিশ্বকাপ খেলেছি। আজকের রাত আমাদের ছোট ভাইয়ের জন্য নিবেদিত।
তিনি যোগ করেন, ‘আজ রাতে আমরা হিউজের জন্য একপাত্র রেখে তারপর পান করব।’ গত বছর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার ঘরোয়া শেফিল্ড সিরিজের খেলায় বাউন্সারে মাথায় চোট পেয়ে মারা যান অস্ট্রেলীয় ক্রিকেটার ফিলিপ হিউজ। তাঁর স্মৃতিতে গোটা টুর্নামেন্টে হাতে কালো আর্ম-ব্যান্ড পরে খেলেন ক্লার্করা। উল্লেখ্য, এদিন একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন অজি অধিনায়ক। যদিও, টেস্ট ম্যাচ খেলবেন তিনি। এবিপি আনন্দ