বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৬ জুন || শুক্রবার শান্তিরবাজার মৎস্য ব্যবসায়ীদের উদ্দ্যোগে ডম্বুর জলাশয় থেকে এক বিরল প্রজাতির মাছ নিয়ে আসা হয়। মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এই বিরল প্রজাতির মাছটির নাম বাঘাইয়া মাছ। এটি ডম্বুর জলাশয় থেকে কুনি জালের মাধ্যমে ধরা হয়েছে। মৎস্য ব্যবসায়ীরা ২০ হাজার ৭০০ টাকা দিয়ে এই মাছটি ক্রয় করে নিয়ে এসেছেন বলে জানান। এই মাছের ওজন ৩৫ কেজি বলে জানা যায়। মৎস্য ব্যবসায়ী জানান, এই মাছ ১২০০ টাকা করে কেজি বিক্রি করা হবে। বাজারে এইধরনের বড় আকারের মাছ নিয়ে আসার খবর ছড়িয়ে পরার সঙ্গে সঙ্গে মাছ বাজারে ভীর জমাতে শুরু করে লোকজনেরা। সকলে মোবাইলে ফটো তুলতে ব্যস্ত হয়ে পরে। এইধরনের মাছ শান্তিরবাজারের লোকজনেরা এর আগে দেখেননি। তাই এই মাছের প্রতি সকলের কৌতুহল জাগে।