বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৭ জুন || শান্তিরবাজার পূর্ত দপ্তর নানান উন্নয়নমূলক কাজের পাশাপাশি বিগতদিনেও নানান সামাজিক কর্মসূচী করে যাচ্ছে। শুক্রবার পূর্তদপ্তরের উদ্দ্যোগে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া ও শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াংকে সংবর্ধনা প্রদান করা হয়। তার পাশাপাশি শান্তিরবাজার মহকুমায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে সেরা দশের মধ্যে স্থানাধিকারী ৪ জনকে সংবর্ধনা প্রদান করা হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া রাজ্য সরাকরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর কথা জনসন্মুখে তুলে ধরেন। মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানান, রাজ্যে বিজেপি-আই পি এফ টির জোট সরকার গঠনের পর ত্রিপুরাতে প্রধানমন্ত্রী অনেকবার এসেছেন যা বিগতদিনে দেখাযায়নি। মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া উনার বক্তব্যের মধ্যদিয়ে জানান, প্রধানমন্ত্রীর প্রয়াসে ত্রিপুরা বিশ্বের দরবারে পৌঁছে গেছেন। জি ২০ সন্মেলনে সারা বিশ্ব থেকে ১৯টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহন করেছেন। কেন্দ্রীয় সরকারের সহযোগীতায় ত্রিপুরায় গুনগতমানের শিক্ষাব্যবস্থা করা;হয়েছে। এত করে লেখাপড়ার জন্য ও নার্সিং কোর্সের জন্য কাউকে বহিঃরাজ্যে যেতে হবেনা। মন্ত্রী উনার বক্ত্যবের মধ্যদিয়ে শান্তিরবাজার মহকুমায় কৃতী ছাত্র ছাত্রীদের শিক্ষালাভের ক্ষেত্রে কোনোপ্রকারের অসুবিধা হলে সার্বিক সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস প্রদান করেন। পূর্তদপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, পূর্তদপ্তরের এক্সিউটিভ ইঞ্জিনিয়ার তাপস মারাক, প্রবীর বরন দাস সহ অন্যান্যরা।