একলব্য বিদ্যালয় এবং আবাসিক ছাত্রাবাস ঝটিকা পরিদর্শনে সাংসদ ও মন্ত্রী

গোপাল সিং, খোয়াই, ১৯ জুন || খোয়াই জেলার অন্তর্গত খোয়াই মহকুমার তুলাশিখর আর ডি ব্লকের অধীন একলব্য বিদ্যালয় এবং আবাসিক ছাত্রাবাস ঝটিকা পরিদর্শন করলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা এবং রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। বিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং আবাসিক ছাত্র-ছাত্রীদের সাথে প্রথমে মতবিনিময় করেন এবং তাদের সমস্যা কথা শুনে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সাথে কথা বলেন সাংসদ এবং মন্ত্রী। খোয়াই মহকুমা শাসকের পক্ষে ডি সি উপস্থিত ছিলেন এই পরিদর্শনকালে। সাংসদ এবং মন্ত্রী বলেন, রাজ্যের প্রত্যেকটি উপজাতি ছাত্র-ছাত্রীরা যেখানে আবাসিক ছাত্রাবাসে থেকে পড়াশোনা করছেন তাদের কোন সমস্যা আছে কিনা। যদি থাকে তাহলে তা দূর করা, বর্তমান রাজ্য সরকার এই দৃষ্টিভঙ্গি নিয়েই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলছে। এটা একটা রুটিন পরিদর্শন বলে উনারা জানান।
মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, বিগত বহুদিন ধরে খোয়াই (রাজনগর) একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল বিভিন্ন ধরনের অভিযোগ পাচ্ছিলেন তিনি। ফলে রবিবার পূর্ব ত্রিপুরার লোকসভার সংসদ রেবতী ত্রিপুরা, এমডিসি বিদ্যুৎ দেববর্মার সাথে স্কুলের বিভিন্ন দিক খতিয়ে দেখলেন উনারা এবং এর সাথে পাঠরত ছাত্র-ছাত্রীদের সাথে আলাপ আলোচনার পর জানতে পারা যায় ওদের পানীয় জল, বিদ্যুৎ, শৌচালয়ের সমস্যা রয়েছে। দ্রুত সম্ভব সমস্যার সমাধান করার জন্য উনারা স্কুল আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। জনজাতি ছাত্রদের পড়াশোনা ও উজ্জ্বল ভবিষ্যত গড়ে তোলার জন্য যতটুকু কাজ করার দরকার ততটাই করা হবে বলে আশ্বস্ত করলেন সাংসদ রেবতি ত্রিপুরা এবং উপজাতি কল্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*