তিন দিন যাবত বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা গোবিন্দ পাড়া এলাকা, সারাইয়ের নেই উদ্যোগ

সাগর দেব, তেলিয়ামুড়া, ১৯ জুন || গ্রীষ্ম আসতেই বিদ্যুৎ যন্ত্রনায় ভূগছেন গ্রাম পাহাড়ের মানুষ। বিদ্যুৎ দপ্তরের লোকেরা হচ্ছে হচ্ছে বলে তিন দিন যাবত বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে গোটা এলাকা। দপ্তরের মন্ত্রী প্রতিনিয়ত রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখার চেষ্টা করছেন। কিন্তু কিছু দ্বায়িত্বপ্রাপ্ত কর্মীদের গাফিলতির কারনে সাধারণ মানুষ যেমন ভোগান্তির স্বীকার হচ্ছেন, পাশাপাশি বিদ্যুৎ দপ্তরকেও বদনাম করছে বলে অভিযোগ বিভিন্ন মহলের।
তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের অধিন আঠারোমুড়া ৩৫ মাইল গোবিন্দ পাড়ায় বিগত তিন দিন যাবত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় অসুবিধার সম্মুখীন হচ্ছেন এলাকাবাসী। দপ্তরের সারাইয়ের কোন উদ্যোগ না থাকার কারনে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। এক দিকে হাসফাস গরম, এর উপর বৃষ্টি তুফানের সময়। এমনিতেই মানুষ নাজেহাল অবস্থায়। আবার বিদ্যুৎহীন অবস্থায় তিন দিনে এক প্রকার অতিষ্ঠ এলাকবাসী। অভিযোগ বিদ্যুৎ দপ্তরে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছেনা। প্রতিদিনই সারাই করাই প্রতিশ্রুতি দিচ্ছে সারাই আর হচ্ছেনা। এদিকে বিদ্যুৎ না থকার কারনে স্থানীয় বাসিন্দাদের ভরসা এখন কুপি বাতি। সন্ধ্যা ঘনিয়ে আসতেই আলোর একমাত্র মাধ্যম বলতে কেবল মাত্র কেরোসিন এর কুপি বাতি। অভিযোগ একদিকে যেমন আলোর অভাবে গৃহস্থালির কাজ কর্মকরতে অসুবিধা হচ্ছে পাশাপাশি কচিকাঁচা শিশুদের পরাশুনায়ও বেঘাত ঘটছে। এলাকাবাসীর দাবী, অতিদ্রুত যেন বিদ্যুৎ সারাই করে স্বাভাবিক করে দেওয়া হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*