বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৯ জুন || বেকারের সংখ্যা কমাতে ও শিশুদের সঠিভাবে শিক্ষা প্রদানে বিশেষ উদ্দ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। যে সকল অঙ্গনওয়াড়ী কেন্দ্রে কর্মীসল্পতা রয়েছে তা ইন্টারভিউর মাধ্যমে চলছে নিয়োগ পক্রিয়া। জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে মোট ২৬টি পোষ্টে অঙ্গনওয়াড়ী কর্মী নিয়োগ করা হবে। যার মধ্যে ১৩টি অঙ্গনওয়াড়ী কেন্দ্রের ওয়ার্কার ও ১৩টি অঙ্গনওয়াড়ী কেন্দ্রের হেল্পার নিয়োগ করা হবে। যার মধ্যে ১৬৩ জনের আবেদন পত্র জমা হয়েছে। সোমবার সকাল থেকে জোলাইবাড়ী সিডিপিও অফিসে শুন্যপদ পুরণের লক্ষ্যে চলে ইন্টারভিউর পক্রিয়া। বর্ষার মধ্যেও সকলে ব্যাপক উৎসাহের সহিত ইন্টারভিউ পক্রিয়ায় অংশগ্রহণ করে। এই ইন্টারভিউ পক্রিয়া সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান জোলাইবাড়ী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মানস ভট্টাচার্য্য।