আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন || রাজ্যের বিস্তীর্ণ এলাকা জুড়ে তীব্র বিদ্যুৎ এবং পানীয় জলের সংকটের অভিযোগ এনে রাজধানী আগরতলায় একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করে সিপিআই(এম) সদর মহকুমা কমিটি। এদিন মিছিলের নেতৃত্ব দেন সিপিআই(এম) সদর মহকুমা কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলী। এদিন তিনি বলেন, আগরতলা স্মার্ট সিটি শুধুমাত্র ফ্লেক্স এর মাধ্যমে প্রচারের সীমাবদ্ধ। বাস্তবে কাজের কাজ কিছুই হচ্ছে না। তিনি বলেন, চরম জল সংকটে ভুগছে মানুষ। পাশাপাশি অগ্রিম ঘোষনা ছাড়াই বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকছে। ড্রেইনগুলি সঠিকভাবে পরিষ্কার করা হচ্ছে না। আবর্জনা স্তূপ জমে থাকছে। অল্প বৃষ্টিতে শহর জলমগ্ন হয়ে পড়ছে। বিটারবন, মোল্লাপাড়া, রাজনগর সহ বিভিন্ন এলাকার ব্রীজ ভেঙে রয়েছে।
সংস্কারের কোন উদ্যোগ নেই সরকার এবং নিগমের। সুতরাং স্মার্ট সিটি যাতে প্রচারে না থেকে বাস্তবায়িত হয় তার জন্য এই বিক্ষোভ মিছিল বলে জানান শুভাশিস গাঙ্গুলী।