ধোনির পথ ধরেই হাঁটলেন মাইকেল ক্লার্ক

sprস্পোর্টস ডেস্ক ।। ব্যাটসম্যানদের মওকা দিয়েছে আইসিসি! বোলাররা শুধুই মার খেয়েছেন, তুলোধুনো হয়েছেন ব্যাটসম্যানদের হাতে। বিশ্বকাপের ১১তম আসরে রানের বন্যা বয়ে গেলেও বিতর্ক ছাড়েনি আইসিসিকে। 
আইসিসির বেঁধে দেয়া ফিল্ডিং নিয়মে বোলাররা সুবিধাবঞ্চিত হচ্ছেন। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর আইসিসির ফিল্ডিং নিয়ম নিয়ে আপত্তি তুলেছিলেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
ধোনি আইসিসির নতুন ফিল্ডিংয়ের নিয়মের সমালোচনা করেছেন। বলেছিলেন, ৩০ গজের বাইরে চারজন ফিল্ডার রাখার নিয়ম ব্যাটসম্যানদেরই বেশি সুযোগ দিচ্ছে। কিন্তু বোলারদের জন্য এ নিয়ম খুবই হতাশাজনক। এ নিয়মের পরিবর্তন হওয়া অবশ্যই দরকার।
এবার ধোনির পথেই হাঁটলেন ২০১৫ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। আইসিসির ফিল্ডিং নিয়মে কিছুটা পরিবর্তন আনলে এত বেশি রান হবে না বলে মনে করেন ক্লার্ক।
ক্লার্কের ভাষায়, এখন যে নিয়মে ফিল্ডিং করা হচ্ছে তাতে ব্যাটসম্যানরাই বেশি সুবিধা পাচ্ছেন। যেকোনো ফরমেটেই রিভার্স সুইংটা বড় ভূমিকা পালন করে। কিন্তু এখন ইনিংসে দুটো বল ব্যবহার হওয়ায় তা প্রায়ই আর দেখা যায় না।
অবশ্য আইসিসির গুণগান করতেও ভুল করেননি মাইকেল ক্লার্ক। আমি যা বললাম, এটা আমার ব্যক্তিগত মতামত। আইসিসি ক্রিকেটকে যেভাবে জনপ্রিয় করে তুলেছে তা সত্যিই প্রশংসার।
ভারত ও অস্ট্রেলিয়ার এই দুই অধিনায়কের সমালোচনায় কান দেয় কিনা আইসিসি তার অপেক্ষায় থাকতে হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*