সাগর দেব, তেলিয়ামুড়া, ২১ জুন || রাজ্যের আদিবাসীদের বৃহত্তর স্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য মহকুমা শাসকের নিকট তিপ্রা মথা দলের ডেপুটেশন প্রদান করা হয়। ভারতের সংবিধানের অনুচ্ছেদ ২ এবং ৩ এর অধীনে বৃহত্তর টিপ্রাল্যান্ড গঠন, দ্রুততম সময়ে টিটিএএডিসি গ্রাম কমিটি পরিচালনা করা, সমস্ত পরীক্ষায় ককবরক ভাষার জন্য রোমান স্ক্রিপ্ট অন্তর্ভুক্ত করা, বন্য হাতির দীর্ঘমেয়াদী সমস্যার স্থায়ী সমাধান করা, টিটিএএডিসি এলাকায় পাট্টা জমির সঠিক সীমানা নির্ধারণ সহ সাত দফা দাবী সনদ নিয়ে ডেপুটেশন প্রদান করা হয়।
বুধবার তিপ্রা মথা, ওয়াই টি এফ, টি ডাব্লিউ এফ এর যৌথ ডেপুটেশনে উপস্থিত ছিলেন তিপ্রা মথা দলের ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের ইএম কমল কলই, ২৯-কৃষ্ণপুর ব্লক সভাপতি মহেন্দ্র দেববর্মা, ওয়াই টি এফ এবং টি ডাব্লিউ এফ’র নেতৃত্ব সহ অন্যান্যরা।