সাগর দেব, তেলিয়ামুড়া, ২১ জুন || গোটা দেশের সাথে তাল মিলিয়ে আমাদের রাজ্যেও পালিত হল ৯ম বিশ্ব যোগা দিবস। এর থেকে বাদ যায়নি তেলিয়ামুড়া মহকুমাও। তেলিয়ামুড়া মহকুমা ক্রীড়া ও যুব দপ্তরের উদ্যোগে ও তেলিয়ামুড়া পুর পরিষদ এবং মহকুমা শাসকের সহযোগিতায় পালিত হয় এই যোগা দিবস। সাড়ম্বরে পালিত হল ৯ম বিশ্ব যোগা দিবস। বুধবার তেলিয়ামুড়া চৈতন্য আশ্রমে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানটি। এর আগে তেলিয়ামুড়া শহরে এক র্যালী সংঘটিত করা হয় আয়োজকদের তরফ থেকে। এই র্যালীতে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার, তেলিয়ামুড়া ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের আধিকারিকগণ, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, পুলিশ এবং বিভিন্ন লাইন দপ্তরের কর্মিরা। র্যালী শেষে তেলিয়ামুড়া চৈতন্য আশ্রমে অনুষ্ঠিত হয় যোগা চর্চা ও আলোচনাসভা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মূখ্য সচেতক কল্যাণী সাহা রায়, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার, তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী, তেলিয়ামুড়া ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের আধিকারিক ধরনী দাস সহ অন্যান্যরা।