রাজধানী থেকে পাকিস্তানি জঙ্গি সংগঠনের সহযোগী দুই সন্দেহভাজন ব্যক্তি আটক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুন || পাকিস্তানি জঙ্গি সংগঠনের সহযোগী দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করলো আমতলী থানার পুলিশ। জানা যায়, বুধবার সকালে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে অশ্বিনী মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের নাম ইয়াকুব ইয়াজদানবক্স এবং শাহীন মন্ডল। জানা গেছে, তাদের মধ্যে একজনের বাড়ি ইরানে। পুলিশ তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে একটি মোবাইল সহ বেশ কিছু ভূয়ো আধার কার্ড এবং প্যান কার্ড উদ্ধার করে।
জানা যায়, বুধবার সকালে স্থানীয় এলাকাবাসীরা তাদের মোবাইলে পাকিস্তানের জঙ্গি সংগঠনের বেশ কিছু ছবি সহ অন্যান্য তথ্য পায়। ধৃতদের আমতলী থানার এসডিপিও এবং আমতলী থানার ওসি নাড়ুগোপাল দে দফায় দফায় জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যায়। আমতলী থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এর বিরুদ্ধে একটি মামলা হাতে নিয়ে জোর তদন্ত করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃতরা কি স্বীকারোক্তি দিয়েছে তা সংবাদ মাধ্যমকে জানায়নি পুলিশ। তবে অশ্বিনী মার্কেট এলাকার মানুষ সন্দেহ করছে ধৃতরা পাকিস্তানি জঙ্গি সংগঠনের গুপ্তচর হয়ে কোন বড় ধরনের চক্রান্ত করার জন্য রাজ্যে এসেছে। পুলিশের পক্ষ থেকে জানা গেছে, বৃহস্পতিবার ধৃতদের পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা জজের আদালতে প্রেরণ করা হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*