বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২২ জুন || দক্ষিণ জেলায় জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্র বামেদের ঘাটি হিসাবে পরিচিত ছিলো। ২০২৩ এর বিধানসভা নির্বাচনে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রকে বামেদের অপশাসন থেকে মুক্তি দিয়েছে জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতি অজয় রিয়াং, মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া সহ বিজেপি ও আই পি এফ টি’র কর্মীরা। সকলের অক্লান্ত পরিশ্রমে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রটি বামেদের অপশাসন থেকে মুক্তি পেয়েছে। বর্তমান সময়ে রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচী দেখে ও জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া ও মন্ডল সভাপতি অজয় রিয়াং এর উন্নয়নমূলক কাজে আপ্লুত হয়ে যারা বিগতদিনে বিরোধী শিবিরে কাজ করেছে তারা নিজেদের ভুল বুঝতে পেরে বিজেপি’র উন্নয়নমূলক কর্মসূচীতে যোগদান করছে। এই কর্মসূচীকে কেন্দ্র করে বৃহস্পতিবার জোলাইবাড়ী বিজেপি’র জনজাতি মোর্চার মন্ডল সভাপতি সমঞ্জয় ত্রিপুরার উদ্দ্যোগে এক যোগদান সভার আয়োজন করা হয়। জোলাইবাড়ী কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এই যোগদান সভা। জনজাতি মোর্চার মন্ডল সভাপতি সমঞ্জয় ত্রিপুরার প্রচেষ্টায় জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস ও সি পি আই (এম) ছেড়ে প্রায় ২৭৬ পরিবারের প্রায় ৭০০ ভোটার বিজেপি’তে যোগদান করেন। দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন প্রদেশ বিজেপি’র সভাপতি রাজীব ভট্টাচার্য্য। এই যোগদান সভায় প্রদেশ সভাপতি’র পাশাপাশি উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, মন্ত্রী বিকাশ দেবর্বমা, শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, এম ডি সি বিদ্যুৎ দেবর্বমা, জোলাইবাড়ীর মন্ডল সভাপতি অজয় রিয়াং, জনজাতি মোর্চার মন্ডল সভাপতি সমঞ্জয় ত্রিপুরা সহ অন্যান্যরা। এই যোগদান সভা শেষে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। এই আলোচনা সভায় সাংগঠনিক বিভিন্ন দিকগুলির পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে কিভাবে বিজেপি মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করা যায় তা নিয়ে আলোচনা করা হয়।