আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুন || মন্ত্রীর বিশেষ উদ্যোগে বিভিন্ন বাজারগুলোতে বিশেষ অভিযান শুরু করলেন সদর মহাকুমা শাসক। বৃহস্পতিবার দূর্গা চৌমুহনী বাজার ও লিক চৌমুহনী বাজারে বিশেষ অভিযান চালায় সদর মহাকুমা শাসক। এই অভিযানে উপস্থিত ছিলেন সদর খাদ্য দপ্তরের আধিকারিক প্রদীপ ভৌমিক সহ ডিসিএম।