আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন || প্রাক-প্রাথমিক স্তর থেকেই শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালি করার লক্ষ্যে পরিকাঠামো উন্নয়নে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে বর্তমান রাজ্য সরকার। ছাত্র-ছাত্রীদের গুনগত শিক্ষা প্রদানই রাজ্য সরকারের মূল লক্ষ্য। শুক্রবার রাজধানীর মহারাণী তুলসীবতি বালিকা বিদ্যালয়ে নার্সারী, অটল টিঙ্কারিং ল্যাব এবং জল পরিশোধন ও আয়রন রিমোভাল প্ল্যান্টের উদ্বোধন করে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী এই বিদ্যালয় থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৩ সালের পরীক্ষায় সাফল্যের নিরিখে শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন।