তিনটি দপ্তরের প্রধানদের নিয়ে মন্ত্রী টিংকু রায়ের রিভিউ বৈঠক

গোপাল সিং, খোয়াই, ২৩ জুন || শুক্রবার বিকেলে খোয়াই ডি এম অফিসের কনফারেন্স হলে রাজ্যের শ্রম, সমাজ কল্যাণ, ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় খোয়াই জেলার তিনটি দপ্তরের প্রধানদের নিয়ে রিভিউ বৈঠকে অংশগ্রহণ করেন। বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি এবং সমাজ কল্যাণ, শ্রম, ক্রীড়া ও যুব কল্যানের ক্ষেত্রে যে মিশন মুডে কাজ করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে তার সাথে সম্পৃক্ত রেখে যেন কাজের অগ্রগতি হয় এবং মানুষের দ্বারে যেন সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া যায় তার লক্ষ্যে কাজ করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে বারবার আলোচনায় আহবান রাখেন মন্ত্রী।
সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে কোন রকম বৈষম্য যেন না হয় তার দিকে লক্ষ্য রাখার জন্য তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের পরামর্শ দেন। তিনি বলেন, আপনারা যারা সরকারি চাকরি করেন এবং আমরা যারা নির্বাচিত প্রতিনিধি আমরা একই নৌকার যাত্রী, আমাদের সবার লক্ষ্য এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করা। আমরা যেন লক্ষ্য চ্যুত না হই। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি ক্ষেত্রে একই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীও দৃঢ়তার সাথে এই সংকল্প নিয়ে কাজ করছেন। এদিনের এই রিভিউ বৈঠকে এডিএম খোয়াই, এস ডি এম, জেলা ক্রীড়া ও শ্রম আধিকারিক, সিডিপিও সহ অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বৈঠক শেষে মন্ত্রী টিংকু রায় তাৎক্ষণিক পরিদর্শনে চলে যান রামচন্দ্রঘাট বিধানসভার আমপুরা অনাথ আশ্রমে। সেখানে গিয়ে আবাসিক ছাত্রদের সাথে খোলামেলা আলোচনায় অংশগ্রহণ করেন। তারপর সংশ্লিষ্ট আধিকারিকদের সাথেও মতবিনিময় করেন এবং সামান্য যে সমস্যা আছে তার সমাধানের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের পরামর্শ দেন। এছাড়াও এই প্রতিনিধি দলে ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী সমীর কুমার দাস এবং অনিমেষ নাগ ও মাধব চক্রবর্তী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*