আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন || ককবরক ভাষায় রোমান হরফে ব্যবহারের দাবিতে রাজভবন অভিযান করল তিপ্রা ওম্যান ফেডারেশন (টি ডাব্লিউ এফ)। শনিবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে থেকে তিপ্রা উইমেন ফেডারেশনের সদস্যরা মিছিল শুরু করে। মিছিলটি সার্কিট হাউস পৌছুতেই পুলিশ মিছিলটিকে আটকে দেয়। এক আন্দোলনকারি জানান, লিপি ছাড়া কোনো ভাষার উন্নয়ন সম্ভব নয়। তাই তাদের ভাষাকে রক্ষা করার জন্য রাজ্যপালের কাছে আবেদন জানানো হচ্ছে। অতিসত্বর গুরুত্ব সহকারে বিষয়টি দেখার জন্য রাজ্যপালের নিকট আবারও আবেদন জানিয়েছেন।
উল্লেখ্য, ১৯৬৮ সাল থেকে ত্রিপুরার জনজাতিদের স্বার্থে ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবি জানানো হচ্ছে।