গোপাল সিং, খোয়াই, ২৫ জুন || খোয়াইতে ফের যান সন্ত্রাসের বলি এক যুবক । মৃত যুবকের নাম গণেশ সরকার, পিতা হরিপদ সরকার। ঘটনা খোয়াই থানাধীন মধ্য সিঙ্গিছড়া ২নং বাজার এলাকায় জাতীয় সড়কে। জানা যায়, রবিবার সকালে গণেশ সরকার ২নং বাজারের একটি মিষ্টি দোকান থেকে চা খেয়ে জাতীয় সড়ক হয়ে বাড়ি ফেরার পথে দ্রুত গতিতে একটি বাইক গণেশ সরকারকে সজোরে ধাক্কা দেয়। এতেই গণেশ সরকার রাস্তার উপর ছিটকে পড়ে। ফলে গণেশ সরকার মুখে এবং মাথায় আঘাত পায়। ঘটনাটি স্থানীয়দের নজরে আসলে সাথে সাথে গণেশ সরকারকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে পাঠিয়ে দিলেও জিবি পৌঁছানো সম্ভব হয়নি, মাঝ রাস্তায় মৃত্যু হয় গণেশ সরকারের। অন্যদিকে অভিযুক্ত বাইক চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা। এদিকে খোয়াইবাসীর অভিযোগ জাতীয় সড়কে দূর্ঘটনা প্রতিদিন লেগেই আছে। এছাড়াও ব্যস্ততম রাস্তায় বাইক সহ যানবাহনের মাত্রাতিরিক্ত গতিবেগে চলাচলের ফলে পথচলতি মানুষকেও জীবন বাজি রেখে চলতে হয় এবং যেকোন সময় বড়সর দূর্ঘটনার রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন জনসাধারন। অথচ ট্রাফিক দপ্তর শহরে বসে নির্বিকার।