মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তির্ণ মগ কমিউনিটি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৫ জুন || ২০২৩ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তির্ণ মগ কমিউনিটি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। মনপাথর বাজারের সেডঘরে মগ সোচিয় কালচারেল অরগানাইজেশানের (এম এস সি ও) উদ্দ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়। ২০২২ সাল থেকে এইধরনের অনুষ্ঠানের আয়োজন করে যাচ্ছে এম এস সি ও। অন্যান্য বছরের ন্যায় এইবছরও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। উদ্বোধকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ, এম এস সি ও’র প্রেসিডেন্ট কনজুরি মগ, জি এস ডোয়ং মগ সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া এম এস সি ও’কে এইধরনের অনুষ্ঠানের আয়োজন করায় বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। তার পাশাপাশি রাজ্য সরকার শিক্ষার সার্বিক মান উন্নয়নে কি প্রকারের পদক্ষপ গ্রহন করছেন তার বিস্তারিত তথ্য জনসন্মুখে তুলে ধরেন। মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া ও বিধায়ক মাইলাফ্রু মগকে কাছে পেয়ে খুবই খুশি অনুষ্ঠানে উপস্থিত লোকজনেরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*