আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন || অনলাইন ব্যবসায় মার খাচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা। অনলাইনে কম দামে জিনিস বিক্রি করার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের প্রায় ৪ কোটির মতো দোকানি। তাদের রুটিরুজিতে সমস্যা হচ্ছে। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় এই অভিযোগ করেন নর্থ ইস্ট ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাপতি তথা সর্বভারতীয় সহ-সভাপতি বিজয় কুমার গুপ্তা। এদিন তিনি এই সমস্যা সমাধানের জন্য অনলাইন ব্যবসার জন্য একটি ব্যবস্থাপনা নিয়ে আসার দাবি জানান।