আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন || চিরাচরিত প্রথা মেনে সোমবার থেকে শুরু হলো ত্রিপুরার ঐতিহ্যবাহী উৎসব খার্চি পূজো ও মেলা। এদিন সকালে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে খার্চি পূজো ও মেলার সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এসময় উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধূরী, বিধায়ক রতন চক্রবর্তী প্রমুখ।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, সপ্তাহব্যাপী এই ঐতিহ্যবাহী খার্চি উৎসবকে কেন্দ্র করে হাজার হাজার দর্শনার্থীর সমাগমে সম্প্রীতি, সৌভাতৃত্ব এবং ঐতিহ্যের মিলনতীর্থে পরিণত হয় পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির। তিনি বলেন, খার্চি পূজো ত্রিপুরার জাতি-জনজাতিদের অন্যতম প্রধান উৎসব। প্রতিবছর আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথিতে খার্চি পূজো হয়ে থাকে। তিনি বলেন, চতুর্দশ দেবতার পূজো ও পরম্পরাকে ধরে রাখতে একটি ট্রাস্ট গঠনের খুব দরকার। উদয়পুর মাতাবাড়ি পরিচালনার জন্য ট্রাস্ট গঠন করা হয়েছে। আইনগত কোনো বাঁধা না থাকলে চতুর্দশ দেবতা মন্দিরেও ট্রাস্ট গঠন করা হবে।
উদ্বোধন শেষে চতুর্দশ দেবতা মন্দিরে পূজো দিলেন মুখ্যমন্ত্রী।