আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন || কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৯ বছর পূর্তি উপলক্ষ্যে ফের একবার ময়দানে নামলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সোমবার রাজধানীর জয়নগর এলাকায় ‘সম্পর্ক সে সমর্থন’ কর্মসূচিতে বাড়ি বাড়ি প্রচারে নামেন তিনি।
প্রচারে নেমে মুখ্যমন্ত্রী বলেন, দেশবাসীর প্রত্যাশা পূরণে, সেবা, সুশাসন এবং গরীব কল্যাণের মাধ্যমে নয় বছরে প্রতিটি প্রান্তে উন্নয়নের নতুন অধ্যায় রচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই কাজের খতিয়ান তুলে ধরতেই এদিন জয়নগর এলাকায় বাড়ি বাড়ি প্রচারে নামেন তিনি। মোদী জীর প্রতি জনগণের আস্থা এবং বিশ্বাস দেখে অত্যন্ত আপ্লুত তিনি বলে জানান।