আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন || ঊনকোটি জেলার কুমারঘাটে ইসকনের উল্টো রথে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত ৭ জনের। আহত হয় ১৬ জন। আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে ছুটে আসে দমকল ইঞ্জিন। মর্মান্তিক এই ঘটানায় চাঞ্চল্য ছড়িয়ে পরে। রাস্তার বিদ্যুৎ এর তার থেকেই এই শর্ট সার্কিট বলে অনুমান করা হচ্ছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলে জানা গেছে। হৃদয়-বিদারক ঘটনা এবং এর পরবর্তী পরিস্থিতির খোঁজখবর নিতে আগরতলা থেকে ট্রেনে যাত্রা শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।