আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন || বৃহস্পতিবার রাজধানীর বলদাখাল এলাকায় গরু চোরের অপবাদে নন্দু সরকার নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। সেই তদন্তে আগরতলা পূর্ব থানার পুলিশ ভাস্কর দাস এবং দিবাকর দাস নামে ২ জন অভিযুক্তকে আটক করে পূর্ব থানায় নিয়ে আসে। এর সাথে আরো অভিযুক্ত জড়িত আছেন বলে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জী জানান।