আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন || শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীর যোগেন্দ্রনগরস্থিত রেন্টার্স সোসাইটিতে জাতির জনক মহাত্মা গান্ধীর মর্মর মূর্তির আবরণ উন্মোচন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন মহাত্মা রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে কুমারঘাটে ঘটে যাওয়া উল্টো রথের মর্মান্তিক ও হৃদয়-বিদারক ঘটনায় যেসকল পূণ্যার্থী প্রাণ হারিয়েছেন তাঁদের আত্মার সদগতি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান ক্ষতিগ্রস্থ পরিবারগুলির পাশে দাঁড়ানোর লক্ষ্যে মুখ্যমন্ত্রী ত্রান তহবিলে ২৫,০০০ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়ার জন্য।
এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধূরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক রাম প্রসাদ পাল প্রমুখ।