আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জুলাই || সিপিআই এর ডাকে মণিপুরে শান্তি প্রতিষ্ঠার দাবিতে দাবি দিবস পালন করা হয়। রবিবার সিপিআই পার্টি রাজ্য দপ্তর জুনু দাস ভবনের সামনে আয়োজিত এই সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআই রাজ্য সম্পাদক ডাঃ যুধিষ্টির দাস অভিযোগ করে বলেন, মণিপুরে এই হিংসার জন্য সম্পূর্ণ দায়ী ঐখানের শাসক বিজেপি সরকার এবং সরকারের মুখ্যমন্ত্রী বীরেন সিং। তাই মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত এবং কেন্দ্র সরকারের উচিত মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করে দ্রুত শান্তি প্রতিষ্ঠা করার।
সভায় এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআই রাজ্য সহ-সম্পাদয়ক মিলন বৈদ্য, সিপিআই নেত্রী তুলসী দাস কপালি, সিপিআই নেতা সুব্রত দেবনাথ সহ অন্যান্যরা।