সাগর দেব, তেলিয়ামুড়া, ০২ জুলাই || রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান অব্যাহত। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও যোগদান চলছে। কৃষ্ণপুর বিধানসভা এলাকাতেও শনিবার এধরণের যোগদান সভা অনুষ্ঠিত হয় কয়েকটি স্থানে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৯ বছরের উন্নয়ন যাত্রাকে লক্ষ্য করে শনিবার ২৯-কৃষ্ণপুর বিধানসভার ৩৬ মাইল বাসকরছড়া জে বি স্কুলে আয়োজিত একটি যোগদান সভায় সিপিআই(এম), কংগ্রেস ও তিপ্রা মথা দল ত্যাগ করে প্রায় ৭ পরিবারের ১৪ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। তাদের সবাইকে দলীয় পতাকা হাতে দিয়ে দলে স্বাগত জানান কৃষ্ণপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। উপস্থিত ছিনেল বিজেপি কৃষ্ণপুর মন্ডলের অন্যান্য সদস্যরা।
একই দিনে আরও একটি যোগদান সভা অনুষ্ঠিত হয় চাকমাঘাট কমিউনিটি হল ঘরে। এই যোগদান সভায় ১৪ পরিবারের ৩৭ জন ভোটার বিভিন্ন বিরোধীদল ত্যাগ করে বিজেপি দলে সামিল হয়। বিজেপি দলের পতাকা দিয়ে দলে বরণ করে নেন মন্ত্রী বিকাশ দেববর্মা সহ কৃষ্ণপুর মন্ডলের সদস্যরা।