বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০২ জুলাই || নেশায় অসক্ত হয়ে চুরির পথ বেছে নিয়েছে যুবসমাজ। শান্তিরবাজার মহকুমার বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত নেশার যোগান দিতে চুরিকান্ড ঘটিয়ে যাচ্ছে নেশাকরবারীরা। নেশাকারবারীদের হাত থেকে রক্ষা পাচ্ছে না লোকজনের গৃহপালিত পশু। এমনটাই অভিযোগ উঠে আসলো শান্তিরবাজারে। রবিবার শান্তিরবাজার মাংস বাজারে একটি গৃহপালিত ছাগল নিয়ে আসে দুই যুবক। বাজারে মাংস ব্যবসায়ীরা দেখতে পান ছাগলটি গর্ভ অবস্থায় রয়েছে। এমন অবস্থা দেখে ব্যবসায়ীদের মনে সন্দেহ জাগে এবং যুবকদের জিজ্ঞেসাবাদ চালায়। জিজ্ঞেসাবাদে কথার কোনো প্রকারের মিল না পেয়ে খবর দেওয়া হয় শান্তিরবাজার থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিরবাজার থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার তদন্তের জন্য ছাগল সহ দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।