আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জুলাই || আগরতলা বনমালীপুর লালবাহাদুর রোড এলাকায় বিদ্যুৎ নিগমের গাড়ির সঙ্গে একটি স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় স্কুটি চালক। ঘটনার খবর পেয়ে দমকল ইঞ্জিন এসে আহত স্কুটি চালকে জিবি হাসপাতালে নিয়ে যায়। আহত স্কুটি চালকের নাম নবীন দেববর্মা৷ বাড়ি ভগবান ঠাকুর চৌমহনী এলাকায়৷ জানা যায়, তার একটি পা ভেঙ্গে গেছে৷ দুর্ঘটনার পর স্থানীয় লোকজনরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷ দমকল বাহিনীর জোয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে আহত যুবককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ দুর্ঘটনায় স্কুটি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷