আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জুলাই || ‘আনএমপ্লয়েড ফার্মাসিস্ট অফ ত্রিপুরা’র পক্ষ থেকে রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। মূলত ফার্মাসিস্ট নিয়োগ, স্বাস্থ্য কর্মীদের বিভিন্ন অভাব সহ বিভিন্ন দাবি নিয়ে এদিন এই সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে ‘আনএমপ্লয়েড ফার্মাসিস্ট অফ ত্রিপুরা’র হয়ে একজন জানান, ২০১৬ সালের পর রাজ্য সরকারের তরফে আর ফার্মাসিস্ট নিয়োগ করা হয় নি। ফলে দিন দিন রাজ্যে ফার্মাসিস্টদের মধ্যে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্যে দ্রুত ফার্মাসিস্ট নিয়োগ করার জন্য রাজ্য সরকারের নিকট আবেদন জানানো হয়।