আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জুলাই || রবিবার আগরতলার জয়নগরস্থিত যুব সমাজ ক্লাবে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। “যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা” এই শ্লোগানকে সামনে রেখে এদিন যুব সমাজ ক্লাবে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। পাশাপাশি এদিন আগরতলা পুর নিগমের ৩৪নং ওয়ার্ডের যুব সমাজ ক্লাবের পুকুরের সৌন্দর্যায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।