নিজে উপার্জন করে চিকিৎসার খরচ বহন করতে চাইছে কিডনি বিকল হয়ে যাওয়া এক ব্যাক্তি

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৩ জুলাই || নিজে উপার্জন করে চিকিৎসার খরচ বহন করতে চাইছে কিডনি বিকল হয়ে যাওয়া এক ব্যাক্তি।ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার উত্তর জোলাইবাড়ীর মনাদাস পাড়ার বাসিন্দা সঞ্জয় দাস (৪৫) ২০১০ সাল থেকে দুইটি কিডনি বিকল হয়ে পরেছে। ২০১৪ সালে উনার পরিবারের লোকজন কিডনি স্থানান্তির করেও সাফল্য অর্জন করেনি। বর্তমানে ডায়েলেসিসের মাধ্যমে নিজেকে কোনো প্রকার বাঁচিয়ে রেখেছেন সঞ্জয় দাস। প্রতি সপ্তাহে দুইবার ডায়েলেসিস করাতে হয় আগরতলায় গিয়ে। প্রতিনিয়ত গাড়ী রিজার্ভ করে আগরতলায় আসা যাওয়া ও চিকিৎসা করাতে প্রচুর অর্থ ব্যায় হচ্ছে সঞ্জয় দাসের। সঞ্জয় দাস লেখা পড়ায় মাস্টার ডিগ্রি অর্জন করেছে বলে জানা যায়। অপরদিকে উনার কম্পিউটারেও ডিগ্রি রয়েছে। বর্তমান সময়ে তিনি অসুস্থতার মধ্যেও চিকিৎসা খরচ চালানোর জন্য জোলাইবাড়ী গ্রামীন ব্যাঙ্কের বাইরে কিছু কাগজপত্র লেখালেখি করে কোনো প্রকারে দিন কাটাচ্ছে। সঞ্জয় দাস সংবাদ মাধ্যমের সন্মুখিন হয়ে রাজ্যের জনপ্রীয় মুখ্যমন্ত্রীর নিকট আবেদন করেন জোলাইবাড়ীতে যে কোনো অফিসে উনার একটি কর্মসংস্থান করে দিলে যত দিন বেঁচে থাকবে ততদিন উপার্জিত অর্থ দিয়ে উনার চিকিৎসা খরচ চালিয়ে যেতে পারবে। সঞ্জয় দাস নিজে উপার্জন করে নিজের চিকিৎসা খরচ চালিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখছে। এই আবেদন নিয়ে সঞ্জয় দাস সংবাদমাধ্যমের দারস্ত হন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*